১৫ আগস্ট ২০২০ শনিবার, জাতীয় শোক দিবস এবং বাংলাদেশের স্থপতি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে গুলশান ক্লাবে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ বছরের জাতীয় শোক দিবসটি যখন পালিত হচ্ছে তখন চলছে বছরব্যাপী জাতীয় ভাবে মুজিব জন্ম শতবার্ষিকী পালনেরও নানান কর্মসূচী। ক্লাবের সম্মানিত সদস্যবৃন্দকে জাতীয় শোক দিবসের দোয়া মাহ্ফিলে সপরিবারে অংশ গ্রহণের অনুরোধ জানিয়ে মেইল এবং মেসেজ পাঠানো হয়। সূর্যোদয়ের পূর্বে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মধ্য দিয়ে দিনের বিশেষ কর্মসূচীর শুরু হয়। বিশিষ্ট হাফেজ ও আলেমগণ দিনব্যাপী খতম-এ কোরআন সম্পন্ন করেন। বিকাল ০৫.১৫ মিনিটে পুরাতন ভবনস্থ ক্লাব লবিতে আয়োজন করা হয় বিশেষ মিলাদ ও মুনাজাত অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রারম্ভে প্রায়ত জাতির জনক-এর ‘জীবন ও কর্ম’ এর স্মরণে বর্তমান ও পূর্ববর্তী ক্লাব পরিচালনা পর্ষদের উপস্থিত সম্মানিত পরিচালকবৃন্দ গভীরতম শ্রদ্ধানুভূতি ও কৃতজ্ঞতাবোধ ব্যক্ত করেন।
এ সময় কালজয়ী নেতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে পাশে নিয়ে তাঁরা কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন। দেশ ও জাতির জন্য নিবেদিত প্রাণ এই মহান রাষ্ট্রনায়ক ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য যেই শোকাবহ শাহাদতবরণ করেন, সে জন্য মহান সৃষ্টিকর্তা যেন তাঁদের সকলের আত্মার মাগফেরাত দান করেন তা কামনা করে উপস্থিত আলেমগণকে বিশেষভাবে দোয়া করতে অনুরোধ করা হয়। দোয়া অনুষ্ঠান শেষে আগন্তুক আলেম-ওলামাসহ এতিমখানার দু’শর অধিক দরিদ্র ছেলে-মেয়েদের জন্য খাবার পাঠানো হয়।