‘ফাগুন হাওয়ায় ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার আপনহারা প্রাণ আমার বাঁধন-ছেড়া প্রাণ।’ এই ফাগুনের শেষ বেলায় “ফাগুন হাওয়ায়” অনুষ্ঠান উদযাপন উপলক্ষে ২৫ ফাল্গুন, সোমবার, ৯ মার্চ ২০২০, সন্ধ্যা ৭:৩০ মিনিটে জিসিএল নিউ বিল্ডিং কমপ্লেক্স ক্রিস্টাল প্যালেস এ অনুষ্ঠিত হয় এক মনোরম সঙ্গীতানুষ্ঠান। ফাগুন হাওয়ায় হাওয়ায় আপনহারা প্রাণ, আর বাঁধন-ছেড়া গান শুনিয়ে সুরের মূর্ছনায় উপস্থিত শ্রোতাবৃন্দকে বিমোহিত করেন দুই বাংলার বিখ্যাত সঙ্গীত শিল্পী প্রিয়ংবদা ব্যানার্জি। অনুষ্ঠানটি উপভোগ করতে সকলের সাথে গুলশান ক্লাবের সম্মানিত প্রেসিডেন্ট, ক্যাপ্টেন সাইফুর রহমান, বোর্ড অব ডিরেক্টর্স এর সদস্য ও ডিরেক্টর ফিন্যাস জনাব রফিকুল আলম হেলাল, জনাব আহমেদ কবির, মিস তাহমিনা রেহমান, জনাব জাকি ইব্রাহিম, জনাব সৈয়দ রায়হান হাসান আলী সহ ভূতপূর্ব বোর্ড অব ডাইরেক্টর্স এর সদস্য মিসেস শিরিন শিলা উপস্থিত ছিলেন। মুগ্ধ শ্রোতাবৃন্দ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে নৈশভোজে অংশগ্রহণ করেন।