তোমাদের এই ঋণ কোনোদিন শোধ হবে না
দাম দিয়ে কিনেছি বাংলা
অগণন শহীদের রক্তপাত স্বাধীনতা আর সবুজের মাঝে লাল সূর্য খচিত পতাকা আমাদের অন্তরের অন্তস্থলে আমরা পরম মমতায় লালন করি। গুলশান ক্লাব মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে ১৬ ডিসেম্বর ২০১৯ সোমবার দিনের কর্মসূচী শুরু করে। সন্ধ্যায় লামডা হলে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ‘তোমাদের এই ঋণ কোনোদিন শোধ হবে না’।
ক্লাব-সংলগ্ন বীর উত্তম সুলতান মাহমুদ সড়কে বসবাসরত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মহান মুক্তিযোদ্ধা এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ (বীর উত্তম) কে গুলশান ক্লাব সম্মাননা প্রদান অনুষ্ঠান ‘দাম দিয়ে কিনেছি বাংলা’য় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জনাব আসাদুজ্জামান খান এম.পি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বিশেষ অতিথি: লেখক-বিজ্ঞানী-মুক্তিযোদ্ধা ড. নুরুন নবী এবং আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- ক্যাপ্টেন আকরাম আহমেদ (বীর উত্তম), ক্যাপ্টেন শাহাব উদ্দিন আহমেদ (বীর উত্তম)।
অনুষ্ঠানের শুভ সূচনায় গুলশান ক্লাব প্রেসিডেন্ট ক্যাপ্টেন সাইফুর রহমান প্রধান অতিথিকে গুলশান ক্লাব অনারারী মেম্বারশীপ কার্ড, ক্রেস্ট এবং ফুলের তোড়া প্রদান করেন। এ সময় গুলশান ক্লাব ডাইরেক্টরগণ, ভূতপূর্ব ডাইরেক্টরগণ অতিথিদের হাতে ক্রেস্ট প্রদান করেন এবং ফুলেল শুভেচ্ছা জানান।
অতিথি হিসেবে উপস্থিত কবি নির্মলেন্দু গুণ নিজের লেখা কবিতা আবৃত্তি করেন এবং কবি নির্মলেন্দু গুণ এর কবিতা আবৃত্তি করেন- অভিনয় ও আবৃত্তিশিল্পী মুনিরা ইউসুফ মেমী। ‘আমরা আমাদের ঐতিহ্যের উত্তরাধিকার’ শিরোনামে সেরাকন্ঠের রোমেলের কন্ঠে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কালজয়ী দেশাত্মবোধক গান পরিবেশিত হয় অনুষ্ঠানে। এছাড়া ‘বাংলা আমার জননী আমার’ শিরোনামে নৃত্যনাট্য পরিবেশন করে নন্দন কলাকেন্দ্র, তাঁদের উপস্থাপনার শৈল্পিক নৈপুণ্যে সমবেত দর্শক- শ্রোতাবৃন্দ বিমুগ্ধ হন ।
অনুষ্ঠান শেষে সকলে নৈশভোজে অংশগ্রহণ করেন।